হাদীস নং ৩৬৯০
হুমাইদী রহ……….ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি الذين بدلوا نعمة الله كفرا আয়াতাংশ সম্পর্কে বলেছেন, আল্লাহর কসম, এর হল কাফির কুরাইশ সম্প্রদায়। আমর রহ. বলেন, এরপ হচ্ছে কুরাইশ সম্প্রদায় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর নিয়ামত। এবং وأحلو قومهم دار البوار আয়াতাংশের মাঝে বর্ণিত এর البوار অর্থ হচ্ছে النار দোযখ। (অর্থাৎ বদর যুদ্ধের দিন তারা তাদের কাওমকে দোযখে পৌঁছিয়ে দিয়েছে।