হাদীস নং ৩৬৮৩
ইয়াকুব ইবনে ইবরাহীম রহ………..কায়েস রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, বলেছেন, আমি আবু যার রা..-কে কসম করে বলতে শুনেছি যে, خصمان اختصموا في ربهم ‘এর দুটি বিবাদমান পক্ষ তাঁরা তাদের প্রতিপালক সম্বন্ধে বিতর্ক করে’। আয়াতটি বদরের দিন দ্বন্দ্বযুদ্ধে হামযা, আলী ও উবায়দা অথবা আবু উবায়দা ইবনুল হারিস, রাবীআর দুই ছেলে শায়বা উতবা এবং ওয়ালীদ ইবনে উতবার সম্বন্ধে নাযিল হয়েছে।