হাদীস নং ৩৬৭৯
মুহাম্মদ ইবনে আবদুল্লাহ রুকাশী রহ………..আলী ইবনে আবু তালিব রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমিই সর্বপ্রথম ব্যক্তি যে কিয়ামতের দিন দয়াময়ের সামনে বিবাদের (মিমাংসার) জন্য হাঁটু গেড়ে বসব। কায়েস ইবনে উবাদ রা. বলেন, এদের সম্পর্কেই কুরআন মজীদের هذان خصمان اختصموا في ربهم ‘এর দুটি বিবাদমান পক্ষ তাঁরা তাদের প্রতিপালক সম্বন্ধে বিতর্ক করে’। আয়াতটি নাযিল হয়েছে। তিনি বলেন, (মুসলিম পক্ষের) তারা হল হামযা, আলী ও উবায়দা অথবা (রাবীর সন্দেহ) আবু উবায়দা ইবনুল হারিস (কাফের পক্ষের) শায়বা ইবনে রাবীআ, উতবা এবং ওয়ালীদ ইবনে উতবা।