বুখারি হাদিস নং ৩৬৭৬

হাদীস নং ৩৬৭৬

আহমদ ইবনে ইউনুস রহ. ও আমর ইবনে খালিদ রহ……..আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেছেন, (বদরের দিন) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু জেহেলের কি অবস্থা কেউ তা দেখে আসতে পার কি? তখন ইবনে মাসউদ রা. তার খোঁজে বের হলেন এবং দেখতে পেলেন যে, আফরার দুই পুত্র তাকে এমনিভাবে প্রহার করেছে যে, মুমূর্ষু অবস্থায় মাটিতে পড়ে আছে। রাবী বলেন, আবদুল্লাহ ইবনে মাসউদ রা. তার দাঁড়ি ধরে বললেন, তুমিই কি আবু জেহেল? আবু জেহেল বলল, যাকে (অর্থাৎ আবু জেহেল) তোমরা অথবা (বর্ণনাকারীর সন্দেহ) তার গোত্রের লোকেরা হত্যা করল তার চেয়ে বেশী আর কি? আহমদ ইবনে ইউনুস রহ. বলেন, তুমিই কি আবু জেহেল।