হাদীস নং ৩৬৪৪
ইয়াহইয়া ইবনে সুলাইমান রহ………..ইবনে আব্বাস রা. থেকে বর্ণনা করেন, যে বছর উমর রা. শেষ হজ্জ আদায় করেন সে বছর আবদুর রাহমান ইবনে আউফ রা. মিনায় তাঁর পরিবারে কাছে ফিরে আসেন এবং সেখানে আমার সাথে তাঁর সাক্ষাত ঘটে। (উমর রা. লোকদের উদ্দেশ্যে ভাষণ দিতে চাইলে) আবদুর রাহমান রা. বললেন, হে আমীরুল মুমিনীন, হজ্জ মওসুমে বুদ্ধিমান ও নির্বোধ সব রকমের মানুষ একত্রিত হয়। তাই আমার বিবেচনায় আপনি ভাষণ দান থেকে বিরত থাকুন। এবং মদীনা গমন করে ভাষণ দান করুন। মদীনা হল দারুল হিজরত, (হিজরতের স্থান) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সুন্নাতের পবিত্র ভূমি। সেখানে আপনি অনেক জ্ঞানী, গুণী ও বুদ্ধিমান লোককে একান্তে পাবেন। উমর রা. বললেন, মদীনায় গিয়েই সর্বপ্রথম আমার ভাষণটি অবশ্যই প্রদান করব।