হাদীস নং ৩৬৩১
ইবরাহীম ইবনে মূসা রহ………..উমর ইবনে খাত্তাব রা. থেকে বর্ণিত যে, তিনি প্রাথমিক পর্যায়ের মুহাজিরদের জন্য চার কিস্তিতে বাৎসরিক চার হাজার দেরহাম ধার্য করলেন, এবং (তাঁর ছেলে) ইবনে উমরের জন্য ধার্য করলেন তিন হাজার পাঁচশ। তাকে বলা হল, তিনিও তো মুহাজিরদের অন্তর্ভূক্ত। তাঁর জন্য চার হাজার থেকে কম কেন করলেন? তিনি বললেন, সে তো তার পিতা-মাতার সাথে হিজরত করেছে। কাজেই সে ঐ ব্যক্তির সমকক্ষ হতে পারে না যে ব্যক্তি একাকী হিজরত করেছে।