হাদীস নং ৩৫৮৬
আলী ইবনে আবদুল্লাহ রহ……….আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন, যখন উমর রা. ইসলাম গ্রহণ করলেন, তখন লোকেরা তাঁর গ্রহের পাশে সমবেত হল এবং বলতে লাগল, উমর স্বধর্ম ত্যাগ করেছে। আমি তখন ছোট বালক। আমাদের ঘরের ছাদে দাঁড়িয়ে এ দৃশ্য দেখতে ছিলাম। তখন একজন লোক এসে বলল, তার গায়ে রেশমী জুব্বা ছিল, উমর স্বধর্ম ত্যাগ করেছে, (তাতে কার কিছু হল?) তবে এ সমাবেশ কিসের আমি তাকে আশ্রয় দিচ্ছি। ইবনে উমর রা. বলেন, তখন আমি দেখলাম, লোকজন চারদিকে ছত্রভঙ্গ হয়ে চলে গেল। তখন আমি জিজ্ঞাসা করলাম, এ লোকটি কে? লোকেরা বলল, ইনি আস ইবনে ওয়াইল।