বুখারি হাদিস নং ৩৫৫৪ – জাহিলীয়্যাতের (ইসলাম পূর্ব) যুগ।

হাদীস নং ৩৫৫৪

মুসাদ্দাদ রহ……….আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, জাহিলী যুগে আশুরার দিন কুরাইশরা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওম পালন করতেন। যখন হিজরত করে মদীনায় আগমন করলেন। তখন তিনি নিজেও আশুরার সাওম পালন করতেন এবং অন্যকেও তা পালনে আদেশ দিতেন। যখন রমযানের সাওম ফরয করা হল, (তখন আশুরার সাওম ঐচ্ছিক করে দেয়া হল)। তখন যারা ইচ্ছা রোযা রাখতেন আর যার ইচ্ছা রোযা রাখতেন না।