বুখারি হাদিস নং ৩৫৫৩

হাদীস নং ৩৫৫৩

আবু নুমান রহ……….আমর ইবনে দীনার ও উবায়দুল্লাহ ইবনে আবু ইয়াযীদ রহ. থেকে বর্ণিত, তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে কাবা গৃহের চতুষ্পার্শ্বে কোন প্রাচীর ছিল না। লোকজন কাবা গৃহকে কেন্দ্র করে তার চারপাশে সালাত আদায় করত। উমর রা. (তাঁর খিলাফত কালে) কাবার চতুষ্পার্শ্বে প্রাচীর নির্মাণ করেন। উবায়দুল্লাহ রহ. বলেন, এ প্রাচীর ছিল নীচু, আবদুল্লাহ ইবনে যুবাইর রা. (তাঁর যুগে দীর্ঘ ও উচু) প্রাচীর নির্মাণ করেন।