হাদীস নং ৩৫৩৬
আবুল ওয়ালিদ রহ…………মাসরূক রহ. থেকে বর্ণিত যে, আবদুল্লাহ ইবনে আমর রা.-এর মজলিসে আবদুল্লাহ ইবনে মাসউদ রা.-এর আলোচনা চলছিল। তখন তিনি বললেন, তিনি সে ব্যক্তি যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বক্তব্য শুনার পর থেকে আমি অত্যন্ত ভালবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন শিক্ষা কর চারজনের নিকট থেকে, আবদুল্লাহ ইবনে মাসউদ (সর্বপ্রথম তিনি এ নামটি বললেন) সালিম আবু হুযাইফার আযাদকৃত গোলাম, মুআয ইবনে জাবাল ও উবাই ইবনে কাব রা.।