হাদীস নং ৩৫৩৪
মুহাম্মদ ইবনে বাশশার রহ………আবদুল্লাহ ইবনে আমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, কুরআন পাঠ শিক্ষা কর চারজনের নিকট থেকে : ইবনে মাসউদ আবু হুযায়ফার আযাদকৃত গোলাম সালিম , উবাই (ইবনে কাব) ও মুআয ইবনে জাবাল রা. থেকে।