হাদীস নং ৩৫১৯
সাদ ইবনে হাফস রহ……….আবু উসাইদ রা. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, আনসারদের মধ্যে বা আনসার গোত্রগুলোর মধ্যে সর্বোত্তম গোত্র হল বানূ নাজ্জার বানূ আবদুল আশহাল, বানূ হারিস ও বানূ সায়িদা।
হাদীস নং ৩৫১৯
সাদ ইবনে হাফস রহ……….আবু উসাইদ রা. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, আনসারদের মধ্যে বা আনসার গোত্রগুলোর মধ্যে সর্বোত্তম গোত্র হল বানূ নাজ্জার বানূ আবদুল আশহাল, বানূ হারিস ও বানূ সায়িদা।