হাদীস নং ৩৫১৭
আদম রহ……….আমর ইবনে মুররাহ রা. থেকে বর্ণিত, আবু হামযা রা. নামক একজন আনসার (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে) বললেন, প্রত্যেক জাতির মধ্যে (তাদের রাসূলের) অনুসরণকারী একটি দল থাকে। ইয়া রাসূলাল্লাহ! আমরাও আপনার অনুসরণ করছি। আপনি আল্লাহর নিকট দু’আ করুন যেন আমাদের পরবর্তী গণ (সর্বক্ষেত্রে) আমাদের (মত আপনার একনিষ্ঠ) অনুসারী হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ! তাদের পরবর্তীগণকে (সম্পূর্ণ) তাদের মত করে দাও। আমর রহ. বলেন, আমি হাদীসটি আবদুর রাহমান ইবনে আবু লায়লা রা.-কে বললাম। তিনি বললেন, যায়েদও এইভাবে হাদীসটি বলেছেন। শুবা রহ. বলেন, আমার ধারণা, ইনি যায়েদ ইবনে আরকাম রা.-ই হবেন।