হাদীস নং ৩৫১৪
আবু মামার রহ………..আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, (আনসারের) কতিপয় বালক-বালিকা ও মহিলাকে রাবী বলেন, আমার মনে হয়-তিনি বলেছিলেন, কোন শাদীর অনুষ্ঠান শেষে ফিরে আসতে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে দাঁড়িয়ে গেলেন। এরপর তিনি বললেন, আল্লাহ সাক্ষী, তোমরাই আমার সবচেয়ে প্রিয়জন। এ কথাটি তিনি তিনবার বললেন।