বুখারি হাদিস নং ৩৫১০

হাদীস নং ৩৫১০

কুতাইবা রহ………..আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আবদুর রাহমান ইবনে আওফ রা. হিজরত করে আমাদের কাছে এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ও সাদ ইবনে রাবী রা.-এর মাঝে ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন। তিনি (সাদ রা.) ছিলেন অধিক সম্পদশালী ব্যক্তি। সাদ রা. বললেন, সকল আনসারগণ জানেন যে আমি তাদের মধ্যে অধিক বিত্তবান ব্যক্তি। আমি অচিরেই আমার ও তোমার মাঝে আমার সম্পত্তি ভাগাভাগি করে দিব দুই ভাগে। আমার দু’জন স্ত্রী রয়েছে ; আপনার যাকে পছন্দ হয় বলুন, আমি তাকে তালাক দিয়ে দিব। ইদ্দতকালীন আপনি তাকে বিয়ে করে নিবেন। আবদুর রাহমান রা. বললেন, আল্লাহ আপনার পরিবারে এবং সম্পদে বরকত দান করুন। (এরপর তিনি বাজারে গিয়ে ব্যবসা আরাম্ভ করেন) বাজার থেকে ব্যবসায় মুনাফা হিসেবে পনীর ও ঘি সাথে নিয়ে ফিরলেন। অল্প কয়েকদিন পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর খেদমতে হাযির হলেন। তখন তাঁর শরীর ও কাপড়ে হলুদ রং এর চিহ্ন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ব্যাপার কি ! তিনি (আবদুর রাহমান রা.) বললেন, আমি একজন আনসারী মহিলাকে বিয়ে করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তাকে কি পরিমাণ মোহর দিয়েছ? তিনি বললেন, খেজুরের এক আটির ওজন পরিমাণ স্বর্ণ অথবা (বলেছেন) একটি আটি পরিমাণ স্বর্ণ দিয়েছি।