বুখারি হাদিস নং ৩৪৮৯

হাদীস নং ৩৪৮৯

মূসা রহ………….আলকামা রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সিরিয়া গেলাম, মসজিদে দু’রাকআত (নফল) সালাত আদায় করে দু’আ করলাম, হে আল্লাহ! আমাকে একজন সৎ সাথী মিলিয়ে দিন। তখন আমি একজন বৃদ্ধকে আসতে দেখলাম। তিনি ছিলেন আবু দারদা রা.। তিনি যখন আমার কাছে আসলেন, তখন আমি বললাম, আশা করি আমার দু’আ কবুল হয়েছে। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোন স্থানে বাসিন্দা? আমি বললাম, আমার ঠিকানা কুফায়।তোমাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জুতা, বালিস ও অজুর পাত্র বহনকারী (আবদুল্লাহ ইবনে মাসউদ রা.) কি বিদ্যমান নেই? তোমাদের মাঝে ঐ ব্যক্তি কি নেই, যাকে শয়তান থেকে নিরাপদ করে দেয়া হয়েছে? (অর্থাৎ আম্মার রা.)। তোমাদের মাঝে কি গোপন তথ্যাভিজ্ঞ ব্যক্তিটি (হুযায়ফা রা.) নেই, যিনি ব্যতীত এসব গোপন রহস্য অন্য কেউ জানে না। (আমি বললাম, আছেন) তারপর তিনি জিজ্ঞাসা করলেন, ইবনে মাসউদ রা. সূরা والليل কি ভাবে পাঠ করেন? আমি সূরাটি পড়লাম: والليل إذا يغشى والنهار إذا تجلى والذكر والأثى এভাবে পড়েন। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সূরাটি সরাসরি এ ভাবেই শিক্ষা দিয়েছিলেন। কিন্তু এসব লোক বার বার বলে আমাকে এ থেকে বিচ্যুতি ঘটানোর উপক্রম করেছে।