বুখারি হাদিস নং ৩৪৬৮ – আবদুল্লাহ ইবনে উমর ইবনে খাত্তাব রা.-এর মর্যাদা।

হাদীস নং ৩৪৬৮

ইসহাক ইবনে নাসর রহ………ইবনে উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবনকালে কেউ কোন স্বপ্ন দেখলে, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিটক বর্ণনা করতেন। আমিও স্বপ্ন দেখার জন্য আকাঙ্খা করতাম এ উদ্দেশ্যে যে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট বর্ণনা করব। আমি ছিলাম অবিবাহিত একজন তরুণ যুবক। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে মসজিদেই ঘুমাতাম। এক রাতে স্বপ্নে দেখতে পেলাম যে, যেন দু’জন ফেরেশতা আমাকে ধরে জাহান্নামের নিকট নিয়ে গেলেন। আমি দেখতে পেলাম যে কূপের ন্যায় তার দুটি উচু পাড়ও রয়েছে। তাতেই এমন এমন মানুষও রয়েছে যাদেরকে আমি চিনতে পারলাম। তখন আমি ‘জাহান্নামের আগুন থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি’ বার বার পাঠ করতে লাগলাম। তখন তৃতীয় একজন ফেরেশতা তাদের দু’জনের সাথে সাক্ষাত করলেন এবং তিনি আমাকে বললেন, ভয় করোনা (এরপর আমি জেগে গেলাম) স্বপ্নটি (আমার বো) হাফসা রা.-এর কিটন বললাম। তিনি তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট বর্ণনা করেন। তিনি বললেন, আবদুল্লাহ অত্যন্ত ভাল মানুষ। যদি সে শেষ রাতে (তাহাজ্জুদের) সালাত আদায় করত (তবে আরও ভাল হত) (তাঁর পুত্র (সালিম রহ. বলেন, এরপর আবদুল্লাহ রা. রাতে অতি অল্প সময়ই ঘুমাতেন।