হাদীস নং ৩৪৬৫
আলী রহ……….আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, মাখযুম গোত্রের জনৈক মহিলা চুরি করেছিল। তখন তারা বলল, দেখত, এ ব্যাপারে কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে কথা বলতে পারবে? কিন্তু তাদের মধ্যে কেউ-ই কথা বলার সাহস করল না। উসামা রা. এ ব্যাপারে তাঁর সাথে আলোচনা করলেন। তখন তিনি বললেন, বনী ইসরাইল তাদের সম্ভ্রান্ত পরিবারের কেউ চুরি করলে তাকে (বিচার না করে) ছেড়ে দিত। এবং দুর্বল কেউ চুরি করলে তারা তার হাত কেটে দিত। (আমার কন্যা) ফাতিমা রা. (চুরির অপরাধে দোষনীয়) হলেও (আল্লাহ তাঁর হিফাযত করুন) তবে অবশ্যই আমি তাঁর হাত কেটে ফেলতাম।