হাদীস নং ৩৪৫০
খালিদ ইবনে মাখলাদ রহ………মারওয়ান ইবনে হাকাম রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, উসমান রা. কঠিন নাকের পীড়ায় (নাক দিয়ে রক্তপাত) আক্রান্ত হলেন (একত্রিশ হিজরী) সনে যে সনকে নাকের পীড়ার সন বলা এ কারণে তিনি ঐ বছর হজ্জ পালন করতে পারলেন না এবং ওসিয়ত করলেন। ঐ সময় কুরাইশের এক ব্যক্তি তাঁর নিকট এসে বলল, আপনি কাউকে আপনার খলীফা মনোনীত করুন। উসমান রা. জিজ্ঞাসা করলেন, জনগণ কি একথা চলেছে? সে বলল, হ্যাঁ, উসমান রা. বললেন, বলতো কাকে (মনোনীত করব?) রাবী বলেন তখন সে ব্যক্তি নীরব হয়ে গেল। তারপর অপর এক ব্যক্তি আসল, (রাবী বলেন) আমার ধারণা সে হারিস (ইবনে হাকাম মারওয়ানের ভাই) ছিল। সেও বলল, আপনি খলীফা মনোনীত করুন। উসমান রা. জিজ্ঞাসা করলেন, জনগণ কি চায়? সে বলল, হ্যাঁ। তিনি জিজ্ঞাসা করলেন, কাকে? রাবী বলেন, সে নীরব হয়ে গেল। উসমান রা. বললেন, সম্ভবতঃ তারা যুবাইর রা.-এর নাম প্রস্তাব করেছে। সে বলল, হ্যাঁ। উসমান রা. বললেন, ঐ সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, আমার জানামতে তিনিই সর্বোত্তম ব্যক্তি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সর্বাধিক প্রিয়পাত্র ছিলেন।