হাদীস নং ৩৪৪২
আলী ইবনে জাদ রহ…………আলী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা পূর্বে থেকে যেভাবে ফয়সালা করে আসছে সেভাবেই কর কেননা পারস্পারিক বিবাদ আমি অপছন্দ করি। যেন সকল লোক একদল ভুক্ত হয়ে থাকে। অথবা আমি এমতাবস্থায় দুনিয়া থেকে বিদায় হই যেভাবে আমার সাথীগণ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। (মুহাম্মদ) ইবনে সীরীন রহ. এ ধারণা পোষণ করতেন যে, আলী রা.-এর (প্রথম খলীফা হওয়া সম্পর্কে) যে সব কথা তার থেকে (রাফেযী সম্প্রদায় কর্তৃক) বর্ণিত তার অধিকাংশই ভিত্তিহীন।