বুখারি হাদিস নং ৩৪৩৯

হাদীস নং ৩৪৩৯

মুহাম্মদ ইবনে রাফি রহ…………সাদ ইবনে উবাদইদা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি ইবনে উমর রা.-এর নিকট এসে উসমান রা.-এর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করল। তিনি উসমান রা.-এর কতিপয় ভাল গুণ বর্ণনা করলেন। ইবনে উমর রা. ঐ ব্যক্তিকে বললেন,মনে হয় এটা তোমাদের কাছে খারাপ লাগছে। সে বলল, হ্যাঁ। ইবনে উমর রা. বললেন, আল্লাহ (তোমাকে) অপমানিত করুন! তারপর সে ব্যক্তি আলী রা.-এর সম্পর্কে জিজ্ঞাসা করল। তিনি তাঁরও কতিপয় ভাল গুণ বর্ণনা করলেন এবং বললেন, ঐ দেখ। তাঁর ঘরটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ঘরগুলোর মধ্যে অবস্থিত এরপর তিনি বললেন, মেন হয় এসব কথা শুনতে তোমার খারাপ লাগছে। সে বলল, হ্যাঁ। ইবনে উমর রা. বললন, আল্লাহ তোমাকে লাঞ্ছিত করুন। যাও, আমার বিরুদ্ধে তোমার শক্তি ব্যয় কর।