হাদীস নং ৩৪৩২
মুহাম্মদ ইবনে হাতিম ইবনে বাযী রহ……….ইবনে উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যামানায় (মর্যাদায়) আবু বকর রা.-এর সমকক্ষ কাউকে মনে করতাম না, তারপর উমর রা.-কে তারপর উসমান রা.-কে (মর্যাদা দিতাম) তারপর সাহাবগণের মধ্যে কাউকে কারও উপর প্রাধান্য দিতাম না। আবদুল্লাহ ইবনে সালিহ রহ. আবদুল আযীয রহ. থেকে হাদীস বর্ণনায় শাযান রহ.-এর অনুসরণ করেছেন।