বুখারি হাদিস নং ৩৪২৩

হাদীস নং ৩৪২৩

সুলাইমান ইবনে হারব রহ………আনাস রা. থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করল, কিয়ামত কখন হবে? তিনি বললেন, তুমি কিয়ামতের জন্য কি (পাথেয়) সংগ্রহ করেছ। সে বলল, কোন কিছুই সংগ্রহ করতে পারিনি, তবে আমি আল্লাহ ও তাঁর রাসূলকে (আন্তরিকভাবে) মুহাব্বত করি। তখন তিনি বললেন, তুমি (কিয়ামতের দিন) তাদের সাথেই থাকবে যাদেরকে তুমি মুহাব্বত কর। আনাস রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এ কথা দ্বারা আমরা এত আনন্দিত হয়েছি যে, অন্য কোন কথায় এত আনন্দিত হইনি। আনাস রা. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মুহাব্বত করি এবং আবু বকর ও উমর রা.-কেও। আশা করি তাদেরকে আমার মুহব্বতের কারণে তাদের সাথে জান্নাতে বসবাস করতে পারব; যদিও তাদের আমালের মত আমল করতে পারিনি।