বুখারি হাদিস নং ৩৪১৭

হাদীস নং ৩৪১৭

মুহাম্মদ ইবনে আবদুল্লাহ……….. ইবনে উমর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্নে দেখতে পেলাম, একটি কূপের পাড়ে বড় বালতি দিয়ে পানি তুলছি। তখন আবু বকর রা. এসে এক বালতি পানি তুললেন। তবে পানি তোলার মধ্যে তাঁর দুর্বলতা ছিল আল্লাহ তাকে ক্ষমা করুন। তারপর উমর ইবনে খাত্তাব রা. এলেন। বালতিটি তাঁর হাতে গিয়ে বৃহদাকারে পরিণত হল। তাঁর মত এমন বলিষ্ঠভাবে পানি উঠাতে আমি কোন বাহাদুরকেও দেখিনি। এমনকি লোকেরা পরিতৃপ্তির সঙ্গে পানি পান করে আবাসে বিশ্রাম নিল। ইবনে যুবাইর রহ. বলেন, العبقرى হল উন্নত মানের সুন্দর বিছানা। ইয়াহইয়া রহ. বলেন, الزاربى হল মখমলের সূক্ষ্ম সূতার তৈরী বিছানা।مبثوثة অর্থ প্রসারিত। العبقرى আর হল গোত্র নেতা।