হাদীস নং ৩৪১৫
সাঈদ ইবনে আবু মারইয়াম রহ……….আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, এক সময় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকটে ছিলাম। তখন তিনি বললেন, একবার আমি ঘুমিয়েছিলাম। স্বপ্নে আমি নিজেকে জান্নাতে দেখতে পেলাম। আমি দেখলাম, একজন মহিলা একটি প্রাসাদের আঙ্গিনায় (বসে) অযু করছে। আমি জিজ্ঞাসা করলাম, এ প্রাসাদটি কার? ফেরেশতাগণ বললেন, তা উমর রা.-এর । আমি উমর রা. সূক্ষ্ম মর্যাদা বোধের স্মরণ করে ফিরে এলাম। উমর রা. (তা শুনে) কেঁদে ফেললেন এবং বললেন, আপনার কাছে কি মর্যাদাবোধ দেখাব ইয়া রাসূলাল্লাহ?