বুখারি হাদিস নং ৩৪০৮

হাদীস নং ৩৪০৮

আদম ইবনে আবু ইয়াস রহ…………..আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (তাঁর উম্মতকে লক্ষ্য করে) বলেছেন, তোমরা আমার সাহাবীগণকে গালমন্দ করো না। তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমান স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় কর, তবে তাদের একমুদ বা অর্ধ মুদ-এর সমপরিমাণ সাওয়াব হবে না। জরীর আবদুল্লাহ ইবনে দাউদ, আবু মুয়াবিয়া ও মুহাযির রহ. আমাশ রহ. থেকে হাদীস বর্ণনায় শুবা রহ.-এর অনুসরণ করেছেন।