হাদীস নং ৩৪০৬
মুহাম্মদ ইবনে কাসীর রহ………..মুহাম্মদ ইবনে হানাফীয়া রা. বলেন, আমি আমার পিতা আলী রা.-কে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পর সর্বশ্রেষ্ঠ মানুষ কে? তিনি বললেন, আবু বকর রা.। আমি বললাম, এরপর কে? তিনি বললেন, উমর রা.। আমার আশংকা হল যে, এরপর তিনি উসমান রা.-এর নাম বললেন, তাই (তাকে জিজ্ঞাসা না করে) আমি বললাম, তারপর আপনি? তিনি বললেন, না, আমি তো মুসলিমদের একজন।