বুখারি হাদিস নং ৩৪০৩

হাদীস নং ৩৪০৩

মুহাম্মদ ইবনে মুকাতিল রহ………..আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গর্বের সাথে পরিহিত কাপড় টাখনুর নিম্নভাগে ঝুলিয়ে চলাফিরা করে, কিয়ামতের দিন আল্লাহ তার প্রতি রহমতের নযর করবেন না। এ শুনে আবু বকর রা. বললেন, আমার অজ্ঞাতসারে কাপড়ের একপাশ কোন কোন সময় নীচে নেমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো গর্বের সাথে তা করছ না। মূসা রা. বলেন, আমি সালিমকে জিজ্ঞাসা করলাম, আবদুল্লাহ রা. কি যে ব্যক্তি তার লুঙ্গী ঝুলিয়ে চলল, বলেছেন? সালিম রহ. বললেন, আমি তাকে শুধু কাপড়ের কথা উল্লেখ করতে শুনেছি।