হাদীস নং ৩৩৯৮
আহমদ ইবনে আবু তৈয়্যেব রহ…………আম্মার রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এমন অবস্থায় দেখেছি যে তাঁর সাথে মাত্র পাঁচজন গোলাম, (বিলাল, যায়েদ ইবনে হারিসা, আমির ইবনে ফুহাইরা, আবু ফুকীহা ও আম্মারের পিতা ইয়াসির) দুজন মহিলা (খাদীজা ও সুমাইয়া) এবং আবু বকর রা. ব্যতীত অন্য কেউ ছিল না।