হাদীস নং ৩৩৯৭
হুমাইদী ও মুহাম্মদ ইবনে আবদুল্লাহ রহ………যুবাইর ইবনে মুতঈম রা. থেকে বর্ণিত, তিনি বলেন, একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খেদমতে এল। (আলোচনা শেষে যাওয়ার সময়) তিনি তাকে আবার আসার জন্য বললেন। মহিলা বলল, আমি এসে যদি আপনাকে না পাই তবে কি করব? একথা দ্বারা মহিলাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ওফাতের প্রতি ইঙ্গিত করেছিল। তিনি বললেন, যদি আমাকে না পাও তবে আবু বকরের নিকট আসবে।