হাদীস নং ৩৩৯৩
আবদুল আযীয ইবনে আবদুল্লাহ রহ……….ইবনে উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যামানায় সাহাবীগণের পরস্পরের মধ্যে মর্যাদা নিরূপণ করতাম। আমরা সর্বাপেক্ষা মর্যাদা দিতাম আবু বকর রা.-কে তারপর উমর ইবনে খাত্তাব রা.-কে তারপর উসমান ইবনে ইবনে আফফান রা.-কে।