বুখারি হাদিস নং ৩৩৭৩

হাদীস নং ৩৩৭৩

আব্বাস ইবনে ওয়ালীদ রহ……..আবু উসমান রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে জানানো হল যে, একবার জিবরাঈল আ. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আসলেন। তখন উম্মে সালামা রা. তাঁর নিকট ছিলেন। তিনি এসে তাঁর সঙ্গে আলোচনা করলেন। তারপর উঠে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামাকে জিজ্ঞাসা করলেন, লোকটিকে চিনতে পেরেছ কি ? তিনি বললেন, এতো দেহইয়া। উম্মে সালামা রা. বলেন, জিবরাঈল আ.-এর আগমনের কথা বলতে শুনলাম। (সুলাইমান রা. বলেন) আমি আবু উসমানকে জিজ্ঞাসা করলাম এ হাদীসটি আপনি কার কাছে শুনেছেন? তিনি বললেন, উসামা ইবনে যায়েদ রা.-নিকট শুনেছি।