বুখারি হাদিস নং ৩৩৬৬

হাদীস নং ৩৩৬৬

মুহাম্মদ ইবনে আরআরা রহ……….ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, উমর ইবনে খাত্তাব রা. ইবনে আব্বাস রা.-কে বিশেষ মর্যাদা দান করতেন। একদিন আবদুর রাহমান ইবনে আউফ রা. তাকে বললেন, তাঁর মত ছেলে তো আমাদেরও রয়েছে। এতে তিনি বললেন, এর কারণ তো আপনি নিজেও জানেন। তখন উমর রা. ইবনে আব্বাস রা.-কে ডেকে إذ جاء نصر الله والفتح আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করেন। ইবনে আব্বাস রা. উত্তর দিলেন, এ আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তাঁর ওফাত নিকটবর্তী বলে জানিয়ে দেয়া হয়েছে। উমর রা. বললেন, আমিও এ আয়াতের এ ব্যাখ্যাই জানি, যা তুমি জান।