বুখারি হাদিস নং ৩২৯০ – রাসূল (সা.) এর সম্পর্কে বর্ণনা।

হাদীস নং ৩২৯০

আবু আসিম রহ…………উকবা ইবনে হারিস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আবু বকর রা. বাদ আসর এর সালাতান্তে বের হয়ে চলতে লাগলেন। (পথিমধ্যে) হাসান রা.-কে ছেলেদের সাথে খেলা করতে দেখলেন। তখন তিনি তাকে কাঁধে তুলে নিলেন এবং বললেন, আমার পিতা কুরবান হউন। এ-ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাদৃশ্য আলীর সাদৃশ্য নয়। তখন আলী রা. হাসতে ছিলেন।