বুখারি হাদিস নং ৩২৭৮ – হাবশীদের ঘটনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উক্তি হে বনূ আরফিদা।

হাদীস নং ৩২৭৮

ইয়াহইয়া ইবনে বুকাইর রহ……….আয়েশা রা. বর্ণনা করেন, মিনায় অবস্থানের দিনগুলোতে আবু বকর রা. আমার গৃহে প্রবেশ করলেন। তখন তাঁর নিকট দুটি বালিকা ছিল। তারা দফ বাজিয়ে এবং নেচে নেচে গান করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চাদর দিয়ে মুখ ঢেকে শুয়ে ছিলেন। আবু বকর রা. এদেরকে ধমকালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুখ থেকে চাদর সরিয়ে বললেন, হে আবু বকর এদেরকে গাইতে দাও। কেননা, আজ ঈদের দিন ও মিনার দিনগুলির অন্তর্ভূক্ত। আয়েশা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আড়াল করে দাঁড়িয়ে ছিলেন আর আমি (তাঁর পিছনে থেকে) হাবশীদের খেলা উপভোগ করছিলাম। মসজিদের নিকটে তারা যুদ্ধাস্ত্র নিয়ে খেলা করছিল। এমন সময় উমর রা. এসে তাদেরকে ধমকালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর তাদেরকে বানূ আরফিদাকে নিরাপদে ছেড়ে দাও।