বুখারি হাদিস নং ৩২৫৬ – কুরআনে কারীম কুরাইশের ভাষায় অবতীর্ণ হয়েছে

হাদীস নং ৩২৫৬

আবদুল আযীয ইবনে আবদুল্লাহ রহ………আনাস রা. থেকে বর্ণিত, উসমান রা. যায়েদ ইবনে সাবিত রা., আবদুল্লাহ ইবনে জুবাইর রা., সাঈদ ইবনে আস রা. আবদুর রাহমান ইবনে হারিস রা.-কে ডেকে পাঠালেন। তাঁরা (হাফসা রা.-এর নিকট) সংরক্ষিত কুরআনকে সমবেতভাবে লিপিবদ্ধ করার কাজ আরম্ভ করলেন। উসমান রা. কুরাইশ বংশীয় তিন জনকে বললেন, যদি যায়েদ ইবনে সাবিত রা. এবং তোমাদের মধ্যে কোন শব্দে (উচ্চরণ ও লিখন পদ্ধতি সম্পর্কে) মতবিরোধ দেখা দেয় তবে কুরাইশের ভাষায় তা লিপিবদ্ধ কর। যেহেতু কুরআন শরীফ তাদের ভাষায় অবতীর্ণ হয়েছে। সুতরাং তাঁরা তা-ই করলেন।