হাদীস নং ৩২৫৩
আবু নুআঈম ও ইয়াকুব ইবনে ইবরাহীম রহ…………আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরাইশ, আনসার, জুহায়না, মুযায়না, আসলাম, আশজা ও গিফার গোত্রগুলো আমার সাহায্যকারী। আল্লাহ তাঁর রাসূল ব্যতীত তাদের সাহায্যকারী আর কেউ নেই।