হাদীস নং ৩২৪৪
কায়স ইবনে হাফস রহ………কুলায়েব ইবনে ওয়ায়েল রহ. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অভিভাবকত্বে পালিত আবু সালমার কন্যা যায়নাকে আমি জিজ্ঞাসা করলাম, আপনি বলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুযার গোত্রের ছিলেন? তিনি বললেন, বনু নযর ইবনে কিনান উদ্ভুত গোত্র মুযার ছাড়া আর কোন গোত্র থেকে হবেন? এবং মুযার গোত্র নাযর ইবনে কিনান গোত্রের একটি শাখা ছিল।