হাদীস নং ৩২৪১
আদম রহ………….সাঈদ ইবনে মুসাইয়্যাব রহ. থেকে বর্ণিত, তিনি বলেন যে, যখন মুআবিয়া আবু সুফিয়ান রা. মদীনায় সর্বশেষ আগমন করেন, তখন তিনি আমাদের উদ্দেশ্যে খুতবা প্রদানকালে এক গুচ্ছ পরচুলা বের করে বলেন, ইয়াহুদীগণ ব্যতীত অন্য কেউ এর ব্যবহার করে বলে আমার ধারণা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কর্মকে মিথ্যা প্রতারণা বলে আখ্যায়িত করেছেন । অর্থাৎ পরচুলা। গুনদর রহ. শুবা রহ. থেকে হাদীস বর্ণনায় আদম রহ.-এর অনুসরণ করেছেন।