বুখারি হাদিস নং ৩২২২

হাদীস নং ৩২২২

আবদুল্লাহ ইবনে মাসলামা রহ……….হুমাইদ ইবনে আবদুর রাহমান রহ. বর্ণিত, তিনি মুআবিয়া ইবনে আবু আবু সুফিয়ান রা.-কে বলতে শুনেছেন যে, তার হজ্জ পালনের বছর মিম্বরে নববীতে উপবিষ্ট অবস্থায় তাঁর দেহরক্ষীদের নিকট হতে মহিলাদের একগুচ্ছ কেশ নিজ হাতে নিয়ে বলেন যে, হে মদিনাবাসী ! কোথায় তোমাদের আলিম সমাজ ? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ জাতীয় পরচুলা ব্যবহার থেকে নিষেধ করতে শুনেছি। তিনি বলেছেন, বনী ইসরাঈল তখনই ধ্বংস প্রাপ্ত হয়, যখন তাদের মহিলাগণ এ জাতীয় পরচুলা ব্যবহার করতে আরম্ভ করে।