হাদীস নং ৩২১১
ইমরান ইবনে মাইসার রহ……….আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, তাঁরা (সাহাবাগণ সালাতের জামাআতে শরীক হওয়ার জন্য) আগুন জ্বালানো এবং ঘণ্টা বাজানোর কথা উল্লেখ করলেন। তখনই তাঁরা ইয়াহুদী ও নাসারার কথা উল্লেখ করলেন। এরপর বিলাল রা.-কে আযানের শব্দগুলো দু’দু বার করে এবং ইকামাতের শব্দগুলো বেজোর করে বলতে আদেশ করা হল।