হাদীস নং ৩১৮৬
আবুল ইয়ামান রহ…………আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন যে, আমার ও অন্যান্য মানুষের উপমা হল এমন যেমন কোন এক ব্যক্তি আগুন জ্বালাল এবং তাতে পতঙ্গ এবং কীটগুলো ঝাঁকে ঝাঁকে পড়তে লাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দু’জন মহিলা ছিল। তাদের সঙ্গে দুটি সন্তানও ছিল। হঠাৎ একটি বাঘ এসে তাদের একজনের ছেলেন নিয়ে গেল। সাথের একজন মহিলা বলল, ‘তোমার ছেলেটিই বাঘে নিয়ে গেছে’। অপর মহিলাটি বলল, না, বাঘে তোমার ছেলেটি নিয়ে গেছে। তারপর উভয় মহিলাই দাউদ আ.-এর নিকট এ বিরোধ মিমাংসার জন্য বিচারপ্রার্থী হল। তখন তিনি ছেলেটির বিষয়ে বয়স্কা মহিলাটির পক্ষে রায় দিলেন। তারপর তারা উভয়ে (বিচারালয় থেকে) বেরিয়ে দাউদ আ.-এর পুত্র সুলাইমান আ.-এর কাছ দিয়ে যেতে লাগল এবং তারা উভয়ে তাকে ঘটনাটি জানালেন। তখন তিনি লোকদেরকে বললেন, তোমরা আমার কাছে একখানা ছোরা আনয়ন কর। আমি ছেলেটিকে দু’টুকরা করে তাদের উভয়ের মধ্যে ভাগ করে দেই। এ কথা শুনে অল্প বয়স্কা মহিলাটি বলে উঠল, তা করবেন না, আল্লাহ আপনার উপর করুন। ছেলেটি তারই। (এটা আমি মেনে নিচ্ছি)। তখন তিনি ছেলেটির ব্যাপারে অল্প বয়স্কা মহিলাটির পক্ষেই রায় দিয়ে দিলেন। আবু হুরায়রা রা. বলেন, আল্লাহর কসম! ছোরা অর্থে ‘ছিক্কিন’ শব্দটি আমি ঐ দিনই শুনেছি। আর না হয় আমরা তো ছোরাকে ‘মুদইয়াতুন’ ই বলতাম।