বুখারি হাদিস নং ৩১৪৭

হাদীস নং ৩১৪৭

রাবী ইবনে ইয়াহইয়া রহ……….আবু মূসা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোগাক্রান্ত হয়ে পড়লেন, তখন তিনি বললেন, আবু বকরকে বল, তিনি যেন লোকদের সালাত আদায় করিয়ে দেন। তখন আয়েশা রা. বললেন, আবু বকর রা. তো একজন এমন (কোমল হৃদয়ের) লোক। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ বললেন, তখন আয়েশা রা.ও তদরূপই বললেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকরকে বল, (যেন সালাত আদায় করিয়ে দেন)। হে আয়েশা! নিশ্চয়ই তোমরা ইউসুফ আ.-এর ঘটনার নিন্দুক নারীদের ন্যায় হয়ে পড়েছ। এরপর আবু বকর রা. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবনকালে ইমামতী করলেন। রাবী হুসাইন রহ. যায়েদা রহ. থেকে বর্ণনা করেছেন رجل এখানে এর স্থলে رجل رقيق আছে অর্থাৎ তিনি একজন কোমল হৃদয়ের লোক।