হাদীস নং ৩১৩৪
কুতাইবা ইবনে সাঈদ রহ………সালামা ইবনে আকওয়া রা. থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (ইয়ামানের) আসলাম গোত্রের একদল লোকের কাছ দিয়ে অতিক্রম করছিলেন। এ সময় তারা তীরন্দাজির প্রতিযোগিতা করছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বনী ইসমাঈল! তোমরা তীরন্দাজি করে যাও। কেননা তোমাদের পূর্বপুরুষ (ইসমাঈল আ.) তীরন্দাজ ছিলেন। সুতরাং তোমরাও তীরন্দাজি করে যাও আর আমি অমুক গোত্রের লোকদের সাথে আছি। রাবী বলেন, (এ কথা শুনে) তাদের এক পক্ষ হাত চালনা থেকে বিরত হয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কি হল, তোমরা যে তীরন্দাজি করছ না? তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ ! আমরা কিভাবে তীর ছুড়তে পারি, অথচ আপনি তো তাদের সাথে রয়েছেন। তখন তিনি বললেন, তোমরা তীর ছুড়তে থাক, আমি তোমাদের সাথে সাথেই আছি।