বুখারি হাদিস নং ৩১২৯

হাদীস নং ৩১২৯

আবদুল্লাহ ইবনে ইউসুফ রহ……….. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সহধর্মিণী আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (আয়িশা আ.-কে বলেছেন, তুমি কি জান? তোমার কওম যখন কাবা ঘর নির্মাণ করেছে, তখন তারা ইবরাহীম আ.-এর ভিত্তি থেকে তা ছোট করেছে। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ! আপনি তা ইবরাহীম আ.-এর ভিত্তির উপর পুন নির্মাণ করবেন না? তিনি বললেন, যদি তোমার কওম কুফরী থেকে সদ্য আগত না হতো। (তাহলে আমি তা করে দিতাম)। আবদুল্লাহ ইবনে উমর রা. বললেন, যদি আয়েশা রা. এ হাদীসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে থাকেন, তবে আমি মনে করি যে, কাবা ঘর ইবরাহীম আ.-এর ভিত্তির উপর পুরোপুরি নির্মাণ করা হয়নি। রাবী ইসমাঈল রহ. বলেন, ইবনে আবু বকর হলেন আবদুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর রা.।