হাদীস নং ৩১২১
উবাইদুল্লাহ ইবনে মূসা অথবা ইবনে সালাম রহ……….উম্মে শারীক রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিরগিট বা কাকলাশ মেরে ফেলার নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেছেন, ইবরাহীম আ. যে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন তাঁতে এ গিরগিট ফুঁ দিয়েছিল।