বুখারি হাদিস নং ৩১১৪

হাদীস নং ৩১১৪

ইয়াহইয়া ইবনে সুলাইমান রহ……….ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কাবা ঘরে প্রবেশ করলেন। সেখানে তিনি ইবরাহীম আ. ও মারইয়ামেরে ছবি দেখতে পেলেন। তখন তিনি বললেন, তাদের কি হল? অথচ তারা তো শুনতে পেয়েছে, যে ঘরে প্রাণীর ছবি থাকবে, সে ঘরে (রহমতের) ফেরেশতাগণ প্রবেশ করেন না। এ যে ইবরাহীমের ছবি বানানো হয়েছে, (ভাগ্য নির্ধারক জুয়ার তীর নিক্ষেপরত অবস্থায়) তিনি কেন ভাগ্য নির্ধারক তীর নিক্ষেপ করবেন।