হাদীস নং ৩০৬৬
কুতাইবা রহ…………আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, তিনি আবদুল্লাহ ইবনে আবদুর রহমান রহ.-কে বলেছেন, আমি তোমাকে দেখছি তুমি ছাগপাল ও মরুভূমি পছন্দ করছ। অতএব, তুমি যখন তোমার ছাগপালসহ মরুভূমিতে অবস্থান করবে, সালাতের সময় হলে আযান দিবে, তখন তুমি উচ্চস্বরে আযান দিবে। কেননা মুআযযিনের কণ্ঠস্বর জ্বিন, মানুষ ও যে কোন বস্তু শুনে, তারা কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দিবে। আবু সাঈদ রা. বলেন, আমি এ হাদীসটি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি।