বুখারি হাদিস নং ৩০৪৪

হাদীস নং ৩০৪৪

মুহাম্মদ (ইবনে সালাম) রহ………….ইবনে উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সূর্যের এক কিনারা উদিত হয়, তখন তা পরিষ্কারভাবে উদিত না হওয়া পর্যন্ত তোমরা সালাত আদায় বন্ধ রাখ। আবার যখন সূর্যের এক কিনারা অস্ত যাবে তখন তা সম্পূর্ণ অস্ত না যাওয়া পর্যন্ত তোমরা সালাত আদায় করা বন্ধ রাখ। কেননা তা শয়তানের দু’শিং-এর মাঝখানে দিয়ে উদিত হয়। বর্ণনাকারী বলেন, হিশাম রহ. কি শয়তান বলেছেন না আশ-শয়তান বলেছেন তা আমি জানি না।