বুখারি হাদিস নং ২৯৯৪

হাদীস নং ২৯৯৪

কুতাইবা রহ……….ইবনে শিহাব রহ. থেকে বর্ণিত, একবার উমর ইবনে আবদুল আযীয রহ. আসরের সালাত কিছুটা দেরী করে আদায় করলেন। তখন তাকে উরওয়া রা. বললেন, একবার জিবরাঈল আ. আসলেন এবং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ইমাম হয়ে সালাত আদায় করলেন। তা শুনে উমর ইবনে আবদুল আযীয রহ. বললেন, হে উরওয়া ! কি বলছ, চিন্তা কর। উত্তরে তিনি বললেন, আমি বশীর ইবনে আবু মাসউদকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, একবার জিবরাঈল আ. আসলেন, এরপর তিনি আমার ইমামতী করলেন এবং তাঁর সঙ্গে সালাত আদায় করলাম। এরপর আমি তাঁর সঙ্গে সালাত আদায় করলাম। তারপরও আমি তাঁর সঙ্গে সালাত আদায় করলাম। তারপরও আমি তাঁর সঙ্গে সালাত আদায় করলাম। এ সময় তিনি তাঁর আঙ্গুলে পাঁচ ওয়াক্ত সালাত গুনছিলেন।